আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিস-বিডিএসের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি মেডিভয়েস নিশ্চিত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল।
তিনি বলেন, ২৫ তারিখ থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধের বিষয়ে আমরা একটি নির্দেশনা দিয়েছি। এটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানাবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আগামী সোমবার আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক আছে, সেখানেও বিস্তারিত করণীয় সম্পর্কে আলোচনা হবে।
জানা গেছে, আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষায় গুজব, প্রশ্ন ফাঁস রোধ এবং শিক্ষার্থীরা যাতে মানসিকভাবে প্রস্তুত হতে পারে, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বিগত বছরগুলোর তুলনায় এ বছর এমবিবিএসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন বেশি। এরমধ্যে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১১ টা ৫৯ মিনিটে আবেদন শেষ হবে। অনলাইন আবেদনের ফি জমা দেওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ৬ মার্চ, চলবে ৭ মার্চ পর্যন্ত। আগামী ১০ মার্চ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ‘এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।’
‘সকলের জন্যে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যুনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।’
‘এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, www.dgme.gov.bd, www.dghs.gov.bd ও http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।’
‘আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ এবং পূনঃনিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’ মেশিনে পরীক্ষা করা হবে’, জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এর আগে গত বছর ২০২১-২২ এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।
-
২৯ মার্চ, ২০২৩
-
০৯ মার্চ, ২০২৩
-
২৬ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৩ জুলাই, ২০২০
-
২০ জুলাই, ২০২০

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
