১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:১৩ পিএম

সিলেটে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেটে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬মিনিটে সিলেট মহানগরীতে কম্পন অনুভূত হয়।

মেডিভয়েস রিপোর্ট: ভারতের মেঘালয় রাজ্যের ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬মিনিটে সিলেট মহানগরীতে কম্পন অনুভূত হয়।

জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অফিস থেকে  ২০৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের মেঘালয় রাজ্যে।

আবহাওয়া অধিফপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটেরও কিছু এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার। 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক আট কিলোমিটার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক