রোবটিক সার্জারি চালু সময়ের দাবি: বিএসএমএমইউ ভিসি

মেডিভয়েস রিপোর্ট: দেশে রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলা সময়ের দাবি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চায়না ইউনিভার্সিটি হসপিটালের সঙ্গে লাইভ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এ সিম্পোজিয়ামে এসব কথা বলেন তিনি।
ভিসি বলেন, শুধু বিএসএমএমইউ নয়, সকল হাসপাতালে স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য পূরণের আমাদের সকলকে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিকে কাজে লাগাতে চায়না ইউনিভার্সিটি হসপিটাল, তাইওয়ান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সিম্পোজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিটি অফিসের পরিচালক অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, চায়না ইউনিভার্সিটি হসপিটালের ইন্টান্যাশনাল সেন্টারের ডিরেক্টর ডা. কাই চেং সু (Dr. Kai-Cheng Hsu), ডেপুটি ডিরেক্টর ড. হেন ওই (Dr. Hean Ooi) সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিএসএমএমইউয়ের মানব সম্পদ বিভাগের ইনচার্জ অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী।
সিম্পোজিয়ামে অন্য বক্তারা রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তুলতে রেসিডেন্ট ছাত্র ছাত্রীদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, পেপারলেস কার্যক্রম বাস্তবায়ন, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, দক্ষ জনবল গড়ে তোলা ও প্রয়োজনীয় প্রযুক্তির যোগান নিশ্চিত করা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।
সিম্পোজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশররফ হোসেন, প্রো ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
-
১১ ঘন্টা আগে
-
৩০ মে, ২০২৩
-
২৯ মে, ২০২৩
-
২৮ মে, ২০২৩