১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:০৯ পিএম

ঢামেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত তরুণের মৃত্যু

ঢামেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত তরুণের মৃত্যু
এই ভাইরাসে আক্রান্ত হয়ে শাহেদ (৩৯) নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন ঢামেকে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে শাহ আলম (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) হাসপাতালের জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) রাত ৮টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে শাহেদ (৩৯) নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন ঢামেকে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার জ্বর নিয়ে শাহ আলম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) পরীক্ষার করার পর রিপোর্টে জানা যায় তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ৮টা ৪৭ মিনিটে তিনি মারা যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিপাহ ভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক