রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস কোর্সসমূহে সরকারি, বেসরকারি, বিএসএমএমইউ (সরকারি কোটায় নির্বাচিত) ও সামরিক কোটায় ভর্তির জন্য নির্বাচিত মোট ১২৬০ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হল।’
এতে আরও বলা হয়েছে, ‘বেসরকারিসহ শিক্ষার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কোর্সে ভর্তির কার্যক্রম চলবে। সরকারি, বিএসএমএমইউ এবং সামরিক প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানে ১২ ফেব্রুয়ারি থেকে প্রেষণাদেশ/ছুটির আদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে।’
সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।