‘দেশে যথাযথ ব্যবস্থা না থাকায় অসংখ্য রোগী চিকিৎসা নিতে বিদেশ যাচ্ছে’

মেডিভয়েস রিপোর্ট: দেশে যথাযথ ব্যবস্থা না থাকায় ক্যান্সারসহ অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত অসংখ্য রোগী প্রতিবছর বিদেশ চিকিৎসা নিতে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসক নেতারা। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তাঁরা।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিয়াসহ প্রমুখ।
ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘দেশে ক্যান্সার রোগীর কোনো ডাটাবেইজ নেই। বর্তমানে দেশে সর্বমোট ক্যান্সার রোগীর সংখ্যা কত, দৈনিক কতজন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন আমরা জানি না। এগুলো নিয়ে দেশে কোনো গবেষণা নেই।’
তিনি বলেন, ‘ক্যান্সার নিয়ে ডাটাবেইজ না থাকার কারণে আমরা ক্যান্সাররোধে যথাযথ কাজ এগিয়ে নিতে পারছি না। আমাদের যথেষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম নেই, যথেষ্ট জনবল নেই, অথচ দেশে প্রতিনিয়ত লক্ষাধিক লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।’
ডা. ইহতেশামুল হক বলেন, ‘একটা হাসপাতালে রেডিওথেরাপি দিতে আসলে সিরিয়াল পায় ৫ মাস পরে। এতদিন রোগী বাঁচবে কি-না সেটাই তো প্রশ্ন। বাধ্য হয়ে রোগীকে ভাবতে হয় অন্যান্য কোনো দেশে চলে যেতে। এগুলো আমাদের ভাবতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্যান্সার রোগীরা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে। আমরা তাদের শনাক্তই করতে পারছি না। ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্যালিয়েটিভ কেয়ার। কিন্তু বিএসএমএমইউসহ মাত্র হাতে গোনা কয়েকটি হাসপাতালেই এই সেবা আছে। এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে।’
-
০৩ জুন, ২০২৩
-
০৮ এপ্রিল, ২০২৩
-
০৪ এপ্রিল, ২০২৩
-
১৭ মার্চ, ২০২৩
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৩
ক্যান্সার আক্রান্ত শিশু আদিবের মায়ের অসহায়ত্ব
‘ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, এখন খুবই দুশ্চিন্তা হয়’
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৩