০৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৮ এএম

নিপাহ ভাইরাসের চিকিৎসা নেই, সতর্কতাই বাঁচার উপায়: স্বাস্থ্যমন্ত্রী

নিপাহ ভাইরাসের চিকিৎসা নেই, সতর্কতাই বাঁচার উপায়: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, নিপা ভাইরাসের জন্য দুটি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: নিপা ভাইরাস প্রতিরোধে কোনো ভ্যাকসিন নেই, ওষুধ নেই ও এমনকি চিকিৎসাও নেই। তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী দিনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ছড়ায়। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ ভাগ। আমাদের দেশে এবার ৮ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন কোনো আক্রান্ত নেই। তাই খেজুরের রস খাওয়া থেকে আমাদের সর্তক থাকতে হবে।

তিনি বলেন, নিপা ভাইরাসের জন্য দুটি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক