০৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:২৯ পিএম

খাবার নিয়ে বিরোধ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ চমেকের দুই ছাত্রাবাস

খাবার নিয়ে বিরোধ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ চমেকের দুই ছাত্রাবাস
ছাত্রাবাসগুলোর মেস চালানো নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী দুই গ্রুপের বিরোধ পুরোনো।

মেডিভয়েস রিপোর্ট: ডাইনিংয়ের খাবার নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দুই ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. সৌমিক বড়ুয়া মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জুনিয়রদের কয়েকজন ডাইনিংয়ের খাবার নিয়ে বিবাদ সৃষ্টি করে এবং একপর্যায়ে এটি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে গতকাল সন্ধ্যা ৭ টার দিকে কর্তৃপক্ষ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে।

তিনি আরও বলেন, ছাত্রাবাস বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রম চলমান আছে। শিক্ষার্থীরা নিজেদের মতো করে আত্মীয়-স্বজনদের বাসায় অবস্থান করে ক্লাসে অংশগ্রহণ করছেন।

ছাত্রাবাস খোলার বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদ দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান ডা. সৌমিক বড়ুয়া।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সাহেনা আক্তার বলেন, মেস পরিচালনা নিয়ে বুধবার দুই পক্ষের মধ্যে বিবাদ হয়েছিল। এর জেরে বৃহস্পতিবার আবারও বিবাদে জড়িয়ে পড়ে তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রাবাস দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসগুলোর মেস চালানো নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী দুই গ্রুপের বিরোধ পুরোনো। ২০২১ সালের ৩০ অক্টোবর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আকিব নামে এক শিক্ষার্থীর মাথার খুলির হাড় ভেঙে যায়। ওই সময় একমাসের বেশি বন্ধ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত