মাদক দিয়ে চিকিৎসককে হয়রানির অভিযোগ

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ডেমরায় গাঁজা চাষের মামলা দিয়ে মাহমুদ নামে এক চিকিৎসককে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই চিকিৎসক বলেন, একটি কুচক্রী মহল ও বিরোধী শক্তি আমাদের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র করে মামলায় ফাঁসিয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) রাতে ডা. মাহমুদ মেডিভয়েসকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সাথে আমার পরিবারের কারও সম্পৃত্ততা নেই। একটি কুচক্রী মহল মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করছে।’
তিনি বলেন, ‘যে গাছগুলো পাওয়া গেছে, সেগুলো আমাদের বাসার ভাড়াটিয়াদের গাছ। আমরা বসবাস করি দ্বিতীয় তলায়, ভাড়াটিয়ারা থাকে বাসার তৃতীয় তলায়। আর চতুর্থ তলার একপাশ ফাঁকা থাকে। সেখানে ভাড়াটিয়ারাই গাছ লাগায় এবং তারাই পরিচর্যা করে। আর ছাদও খোলা থাকে। যে কেউ প্রবেশ করতে পারে। আমাদের নিজস্ব যে ছাদ বাগান আছে, তা পাঁচ তলায়। এটা সবসময় তালাবদ্ধ থাকে।’
তিনি আরও বলেন, ‘যেখানে গাঁজা চাষ করছি বলে অভিযোগ করা হচ্ছে, সেখানে আসলে আমরা যাওয়া আসা তেমন করি না। সকালে এক জায়গায় চাকরি করি, বিকেলে চেম্বার করি। সময়ইতো পাই না। আমরা গাঁজা গাছ চিনিও না। দেখে মনে করেছি, এটা কোনো ফুলের গাছ হবে।’
ডা. মাহমুদ বলেন, ‘ভাড়াটিয়া আমাদের কাছে স্বীকার করেছে, তারাই এই গাছ লাগিয়েছে এবং তারা পরিচর্যা করছেন।’
মামলার বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিকুর রহমান মেডিভয়েসকে বলেন, ‘তাঁরা (মাহমুদ হাসান ও তাঁর বাবা হাজী আব্দুল ওহাব) গাঁজা চাষ করছেন। আমরা আলামতসহ উদ্ধার করেছি এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাদ বাগানে গিয়ে আমরা গাঁজা গাছ পেয়েছি।’
ওসি আরও বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে গাজা চাষ করছেন বলে আমাদের কাছে স্বীকারও করেছেন। বিষয়টি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।’
পুলিশের কাছে গাঁজা চাষের বিষয়ে স্বীকার করার প্রসঙ্গে ডা. মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এমন কোনো স্বীকারোক্তি পুলিশের কাছে দেইনি। কেনইবা স্বীকার করবো, আমরা তো এটি করি না।’
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি রাজধানীর ডেমরায় ছাদ বাগানে গাঁজা চাষ করার অভিযোগে চিকিৎসক মাহমুহ হাসান ও তাঁর বাবা হাজী আব্দুল ওহাবকে রাতে তাদেরকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। পরের দিন বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে আদালত থেকে জামিন পান তাঁরা।
এএইচ
-
২৮ নভেম্বর, ২০২০
-
২৩ জুন, ২০২০