গণস্বাস্থ্য কেন্দ্রে এক হাজার টাকায় ডায়ালাইসিসের সুযোগ

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে কিডনি রোগীদের ডায়ালাইসিস নিয়ে সমস্যা বিবেচনায় নিয়ে রাতের শিফটে মাত্র এক হাজার টাকায় ডায়ালাইসিস সেবা দেবে গণস্বাস্থ্য নগর হাসপাতাল।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি রোববার রাত থেকে গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে অল্প খরচে চতুর্থ শিফট (রাত ৮টা ৩০ মিনিট) ও পঞ্চম শিফটে (রাত ২ টায়) রোগীদের জন্য প্রতি সেশনে ন্যূনতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
এতে আরও জানানো হয়, সারাদেশে বিপর্যন্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত কয়েকদিন পত্র-পত্রিকায় ও মিডিয়ায় চট্টগ্রাম ও ঢাকায় রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের রাতে অল্প খরচে চতুর্থ ও পঞ্চম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এজন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে। ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে একশ রোগীকে এ সুবিধা দেওয়া যাবে।