আন্তর্জাতিক হৃদরোগ বিশেষজ্ঞদের দুইদিনব্যাপী সম্মেলন শুরু আগামীকাল

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান এবং ভারতের প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. রবীন চক্রবর্তীর যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী হৃদরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন।
এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকদের বিশ্বের সর্বশেষ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারনা ও প্রশিক্ষন দেওয়া।
এবারের সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপ, ভারত, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল ও ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৮০০ হৃদরোগ বিশেষজ্ঞ অংশ নেবেন। দুই দিনের এই সম্মেলনে ‘লাইভ ট্রান্সমিশন’ সহ বিভিন্ন বিষয়ে মোট ২৮ সেশনের আলোচনা করা হবে।
রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে শুক্র ও শনিবার দুই দিনের এই সম্মেলনে দুই ভাগে ১৪টি করে মোট ২৮ সেশনে আলোচনা হবে।
শুক্রবার টিউলিপ হলে সকাল ৯টায় ‘চ্যালেঞ্জিং কেসেস ফর্ম এক্সপার্ট’ এবং লিলি হলে ‘ক্যাথল্যাব নার্সেস অ্যান্ড টেকনিশিয়ান কেস প্রেজেন্টেশন’ শিরোনামে সেশনের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন শুরু হবে। সন্ধ্যা ৬ টায় আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এবং বিআইটির যৌথ উয্যোগে ‘এসিসি-বিআইটি ২০২৩’ নামে সেশনের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।
শনিবার টিউলিপ হলে সকাল ৯টায় ‘কমপ্লেক্স কেসেস উইথ দ্যা মাস্টারর্স’ শিরোনামে দিনের প্রথম অধিবেশন শুরু হবে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ইন্ট্রাভাসকুলার করোনারি ফিজিওলজি’ শিরোনামে ডিবেটের মাধ্যমে এই হলের কার্যক্রম শেষ হবে। একই দিন সকাল ৯টায় ‘কেস কম্পিটিশন-১’ শিরোনামে অনুষ্ঠান শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে ‘কেস কম্পিটিশন-৩ এর মধ্য দিয়ে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
এসএস
