৩১ জানুয়ারী, ২০২৩ ০৫:১৪ পিএম

স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক বায়জীদ খুরশীদ 

স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক বায়জীদ খুরশীদ 
অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক হলেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কমকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

‘জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একনজরে অধ্যাপক বায়জীদ খুরশীদ 

জামালপুর শহরের আমলাপাড়ায় ১৯৬৮ সালে নানা বাড়ীতে জন্মগ্রহণ করেন অধ্যাপক ডা. বায়জীদ খুরশী রিয়াজ। তবে তাঁর শৈশব-কৈশোর কেটেছে ঢাকা শহরে। পড়াশোনা করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। পরে জাপানের নাগুয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

পারিবারিক জীবন 

অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজের স্ত্রী রুমান কাইয়ুম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোম ইকোনমিক্সে মাস্টার্স করেছেন। তার দুইজন কন্যা সন্তান রয়েছে। বাবা মুহাম্মদ শফীউল্যাহ সরকারি চাকরি করতেন। তিনি প্রতিরক্ষা বিজ্ঞান সংস্থায় ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। ২০১৫ সালে বাবা মারা যান। মা খোরশেদা পাহলোয়ান শিক্ষয়ীত্রি ছিলেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরে কিশলয় উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। ২০১৯ সালের ২৪ জানুয়ারি না ফেরারে দেশে পাড়ি জমান খোরশেদা পাহলোয়ান। 

বর্ণাঢ্য কর্মজীবন 

ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করার পর ঢাকা সিটি করপোরেশনের একটি হাসপাতালে কাজ শুরু করেন অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজ। রাজধানীর নয়াবাজারে ওই শ্রমজীবী হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দুই বছর কাজ করেন তিনি। পরে ১৭তম বিসিএসে কোয়ালিফাই করেন। এরপর নবাবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, মিরপুরে ইউনানী এবং আয়ুর্বেদিক কলেজ, জাতীয় বাতজ্বর ইনস্টিটিউট এবং কিছু দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করেন ঢাকা মেডিকেল কলেজ-টুর প্রকল্প পরিচালক হিসেবে। ২০১৬ থেকে নিপসমের পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। 

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত