৩১ জানুয়ারী, ২০২৩ ১১:১৩ এএম
রেসিডেন্সিতে ভর্তি: বিদেশি ৫৯ শিক্ষার্থীর ভাইভা শুরু ১১ ফেব্রুয়ারি

ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশনে বিএসএমএমইউর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে মার্চ ২০২৩ সেশনে সুযোগ পাওয়া ৫৯ জন বিদেশি শিক্ষার্থীর ভাইভা শুরু হবে আগামী মাসে। ১১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এ প্রক্রিয়া শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।
ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে সোমবার (৩০ জানুয়ারি) সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশনে বিএসএমএমইউর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ব্রি. জেনারেল জি. এম সাদিক হাসান স্বাক্ষরিত ওই চিঠি থেকে জানা গেছে, কোর্সে ভর্তির সুযোগপ্রাপ্তদের মধ্যে নেপালের ৫৩ জন, মালদ্বীপের দুইজন, ভারতের একজন, কানাডার দুইজন ও ইয়েমেনের একজন শিক্ষার্থী আছেন।
ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার লক্ষ্যে ভাইভায় হাজির হওয়া শিক্ষার্থীদের কোনো ভাতা দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত