৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:১৩ পিএম

মিডওয়াইফারির ৭৪ নার্সকে বদলি ও পদায়ন

মিডওয়াইফারির ৭৪ নার্সকে বদলি ও পদায়ন
তারা নার্সিং সুপারভাইজারের পদ হতে বেতন ভাতাদি উত্তোলন করবেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৭৪ জন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে বদলি ও পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

আজ সোমবার (৩০ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা-১ শাখার ২০.১২.২০২২ ও ০৮.০১.২০২৩ এবং ২৬.১২.২০২২ খ্রি: তারিখের ৪৫.০০.০০০০.১৭২.১১.০০৮.২২-৩৯৯ ও ৪৫.০০.০০০০.১৭২.১১.০০৮.২২-২০ এবং ৪৫.০০.০০০০.১৭২.১১.০০৮.২২-৪০৭ নং স্মারক পত্রের আলোকে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্সগণকে ৫ম কলামে উল্লেখিত হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নির্দেশক্রমে নার্সিং সুপারভাইজার এর শূন্য পদে বদলি/পদায়ন করা হলো। তারা নার্সিং সুপারভাইজারের পদ হতে বেতন ভাতাদি উত্তোলন করবেন।’

‘জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে’

নোটসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত