৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:১৭ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১০ মার্চ

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১০ মার্চ
এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। প্রতীকী ছবি

মো. মনির উদ্দিন: দেশের মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল অংশীজনকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়।

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন সংক্রান্ত কমিটির অন্যতম সদস্য মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল সন্ধ্যায় মেডিভয়েসকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, ‘কিছুক্ষণ আগে মিটিং শেষ হয়েছে। মিটিংয়ে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১০ মার্চ এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অতিরিক্তি মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী প্রমুখ।

প্রস্তুতির সুবিধার্থে সাধারণত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনে কমপক্ষে একমাস বিরতি দেওয়া হয়। সে হিসাবে মার্চে পরীক্ষা আয়োজনের কথা। তবে এ মাসে রমজান শুরু হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিবস ও পাবলিক পরীক্ষা পড়েছে। ফলে এমবিবিএস পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকে পড়ে আয়োজক কমিটি। সমাধানে দফায় দফায় মিটিং করতে হয় তাঁদের।

সবশেষ গতকাল রোববার (২৯ জানুয়ারি) এ নিয়ে সকল অংশীজনদের সঙ্গে মিটিং করে কমিটি। তবে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান সভাপতিত্বে ওই সভায়ও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে তারিখ নির্ধারণে স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হয় কমিটি। গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে আজকে (৩০ জানুয়ারি) বৈঠক আহ্বান করেন তিনি।

এ সম্পর্কে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মেডিভয়েসকে বলেন, ‘আমরা যে কয়টি নীতিমালা প্রস্তুত করেছি এবং আগামীকাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে পেশ করবো। এজন্য তাঁর কাছে সময় চেয়েছিলাম। তিনি এর গুরুত্ব অনুধাবন করে আগামীকাল দুপুর দুইটায় সভা আহ্বান করেছেন। ওই সভায় আমরা দুটি বিষয় করবো, তা হলো: আজ আলোচনার মাধ্যমে যে নীতিমালা দাঁড় করানো হয়েছে, সেটি চূড়ান্তকরণ এবং ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণাসহ প্রয়োজনীয় সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত