করোনায় আক্রান্তদের ১২ শতাংশ ডিপ্রেশনে ভুগছেন: বিএসএমএমইউ ভিসি

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের ১২ শতাংশ ডিপ্রেশনে ভুগছেন বলে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘তাদের এ অবস্থা থেকে চিকিৎসাসেবার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে করোনার দীর্ঘ মেয়াদি প্রভাব নিয়ে আয়োজিত সিম্পোজিয়ামে এসব তথ্য জানান তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘করোনায় বাংলাদেশে পেশাজীবীদের মাঝে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা বেশী মৃত্যুবরণ করেছেন। এ ছাড়াও কোভিড আক্রান্ত চিকিৎসকদের শতকরা ৪০ ভাগ ও নার্সদের ৩৪ ভাগ লং কোভিডে ভুগছেন। যাদের ডায়াবেটিস ছিল না, করোনায় তাদের ডায়াবেটিস হয়েছে। অনেকের মায়োপ্যাথি হয়েছে।’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল চিকিৎসককে গবেষণার কাজ করতে হবে। একবার গবেষণার কাজ করলেই হবে না। ধারাবাহিকভাবে গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বলেন, কোভিড শেষ হয়ে যায়নি। বিশ্বের অনেক দেশেই কোভিড রয়েছে। কোভিডের সংক্রমণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।
সিম্পোজিয়ামে বলা হয়, বিএসএমএমইউর অর্থায়নে ২০২২ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ৮শ’ ৪ জন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর একটি প্রাথমিক গবেষণা পরিচালিত হয়। করোনা অতিমারী পুরো বিশ্বকে পাল্টে দিয়েছে। কিডনি রোগীদের করোনা হলে ফলাফল অত্যন্ত খারাপ হয়।
সিম্পোজিয়ামে আরও বলা হয়, ডায়ালাইসিসের রোগীদের করোনা হলে শতকরা ৫০ ভাগ রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে। ক্রনিক কিডনি ডিজিজের রোগীদের মৃত্যু ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে ১০ গুণ বেশী। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের রোগীদের করোনা হওয়ার ঝুঁকি অনেক থাকে। কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি শতকরা ৫০ ভাগ।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, করোনার টিকার কার্যকারিতা কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের অনেক কম। করোনার টিকা ডায়ালাইসিস রোগীদের কার্যকারিতা শতকরা ৮৭ ভাগ। করোনার টিকা নেফ্রাইটিস রোগের পুনরাগম ঘটাতে পারে।
-
৭ ঘন্টা আগে
-
২৩ মার্চ, ২০২৩
-
২০ মার্চ, ২০২৩
-
১৯ মার্চ, ২০২৩
-
১৭ মার্চ, ২০২৩
-
১৬ মার্চ, ২০২৩