স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক হলেন ডা. আবু হানিফ

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যের রংপুর বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এ বি এম আবু হানিফ। তিনি এর আগে ঢাকা বিভাগীয় পরিচালক ও ইনিস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
আজ সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. এ বি এম আবু হানিফকে স্বাস্থ্যের রংপুর বিভাগের নতুন পরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।