৩০ জানুয়ারী, ২০২৩ ০৩:০৫ পিএম

রেসিডেন্সি ফেইজ-বি তে ভর্তির সুযোগ পেলেন ১১ চিকিৎসক

রেসিডেন্সি ফেইজ-বি তে ভর্তির সুযোগ পেলেন ১১ চিকিৎসক
মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে ফেইজ-বিতে ভর্তিকৃত সকলঅ রেসিডেন্টকে আগামী ৩০ মার্চ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে ই-রেজিস্ট্রশন করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি/এমএস রেসিডেন্সি ফেইজ-বি প্রোগ্রামের মার্চ-২০২৩ সেশনে ভর্তির জন্য ১১ জন চিকিৎসককে নির্বাচিত করেছে বিশ্ববিদ্যালয় ও এর অধিভূক্ত প্রতিষ্ঠানগুলোর গঠিত সিলেকশন বোর্ড।

আজ সোমবার (৩০ জানুয়ারি) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জিএম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-বিতে (সরাসরি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভূক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ কর্তৃক গঠিত সিলেকশন বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বর্ণিত ১১ জন শিক্ষার্থীকে তাঁদের নামের পাশ্বে বর্ণনা মোতাবেক ভর্তির জন্য নির্বাচন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে ফেইজ-বিতে ভর্তিকৃত সকলঅ রেসিডেন্টকে আগামী ৩০ মার্চ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে ই-রেজিস্ট্রশন করতে হবে। এ সংক্রান্ত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে।’

বেসরকারি প্রার্থীদের আগামী ১-১০ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে এবং সরকারি ও বিএসএমএমইউ প্রার্থীদের প্রেষণাদেশ বা ছুটির আদেশপ্রাপ্তি সাপেক্ষে ভর্তি চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়ে হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর, অধিভূক্ত মেডিকেল প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক এবং সকল বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত