৩০ জানুয়ারী, ২০২৩ ০২:৪৪ পিএম

ওড়িশায় স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করা পুলিশ 'মানসিক রোগী'

ওড়িশায় স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করা পুলিশ 'মানসিক রোগী'
এ ঘটনার কারণ জানতে সাত সদস্যবিশিষ্ট একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: ভারতের ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে গুলি করে হত্যা করা পুলিশ (সহকারী উপপরিদর্শক) গোপালকৃষ্ণ দাস মানসিক রোগী। তিনি এক মনোরোগ–বিশেষজ্ঞের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে ওডিশা রাজ্যের ঝারসুগুন্ডা জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এক সহকারী পুলিশ-পরিদর্শক স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন। সন্ধ্যার দিকে দেশটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্যমন্ত্রী। এ ঘটনার কারণ জানতে সাত সদস্যবিশিষ্ট একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান চন্দ্র শেখর ত্রিপাঠি সাংবাদিকদের বলেন, গোপালকৃষ্ণ বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। বাইপোলার ডিজঅর্ডার হলো একটি মানসিক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মেজাজ ব্যাপক রকমে ওঠানামা (মুড সুইং) করে। তারা কখনো অতি মাত্রায় উত্তেজিত হয়ে যেতে পারেন, আবার কখনো হতাশায় ভুগতে পারেন। তবে মনোরোগ–বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াসহ বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

তিনি বলেন, পুলিশ সদস্য গোপালকৃষ্ণ ৮ থেকে ১০ বছর আগে তার ক্লিনিকে গিয়েছিলেন। তিনি হুটহাট রেগে যেতেন, আর এ জন্য তার চিকিৎসা চলছিল।

ত্রিপাঠি বলেন, ‘গোপালকৃষ্ণ নিয়মিত ওষুধ খেতেন কি না, তা আমার জানা নেই। নিয়মিত ওষুধ না খেলে এ রোগ আবার ফিরে আসতে পারে। তিনি সর্বশেষ আমার সঙ্গে দেখা করেছেন এক বছর আগে।’

পুলিশ বলছে, এদিন স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে দুটি গুলি চালান গোপালকৃষ্ণ। একটি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্যটি নবকিশোর দাসের বুকে গিয়ে লাগে। এরপরই শূন্যে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে তাকে অন্যরা আটকে ফেলেন।

সূত্র- এনডিটিভি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও