এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত দুপুরে

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস-বিডিএস ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটায় বৈঠক করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সভায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
এর আগে গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মেডিভয়েসকে জানান, ‘আমরা ছয়টি নীতিমালা প্রস্তুত করেছি এবং আগামীকাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে পেশ করবো। এজন্য তাঁর কাছে সময় চেয়েছিলাম। তিনি এর গুরুত্ব অনুধাবন করে আগামীকাল দুপুর দুইটায় সভা আহ্বান করেছেন। ওই সভায় আমরা দুটি বিষয় করবো, তা হলো: আজ আলোচনার মাধ্যমে যে নীতিমালা দাঁড় করানো হয়েছে, সেটি চূড়ান্তকরণ এবং ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণাসহ প্রয়োজনীয় সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা।’
তিনি আরও বলেন, ‘এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের কয়েক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এর মধ্যে রয়েছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু, টাকা জমা দেওয়া, প্রবেশপত্র বিতরণ ও পরীক্ষার তারিখ নির্ধারণ ইত্যাদি।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে চাই। আগামীকালের সভায় এটাই তুলে ধরবো। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’
তিনি জানান, ‘উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। প্রস্তুতির সুবিধার্থে এইচএসসির ফল প্রকাশের পর মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনে কমপক্ষে একমাস বিরতি দেওয়া হবে। সে হিসাবে সময়ের ব্যবধান কম হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে আয়োজন করা সম্ভব না। মার্চের শেষ দিকে রমজান হওয়ার কারণে তখনও আয়োজন করা চ্যালেঞ্জিং হবে।’
সভায় উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য অংশীজন।
-
১১ মার্চ, ২০২৩
-
১০ মার্চ, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
০৮ এপ্রিল, ২০২২