২৯ জানুয়ারী, ২০২৩ ০৯:৪৩ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা: কাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

এমবিবিএস ভর্তি পরীক্ষা: কাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
স্বাস্থ্য শিক্ষা খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, যে সিদ্ধান্তই হোক, আগামীকালই নিতে হবে। এ ছাড়া হাতে তেমন সময় নেই।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল সোমবার (৩০ জানুয়ারি)। এ দিন দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সকল অংশীজনকে নিয়ে অনুষ্ঠেয় সভায় বহু প্রত্যাশিত পরীক্ষার তারিখ ঘোষণা হতে পারে।

সূত্র জানিয়েছে, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আয়োজন থাকায় সে দিন পরীক্ষা নেওয়া হবে না। অন্য দিকে মার্চের শেষ দিকে রমজান শুরু হওয়ার কারণে ১০ মার্চকেই বিবেচনায় রাখতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজ সন্ধ্যায় মেডিভয়েসকে বলেন, ‘আমরা যে কয়টি নীতিমালা প্রস্তুত করেছি এবং আগামীকাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে পেশ করবো। এজন্য তাঁর কাছে সময় চেয়েছিলাম। তিনি এর গুরুত্ব অনুধাবন করে আগামীকাল দুপুর দুইটায় সভা আহ্বান করেছেন। ওই সভায় আমরা দুটি বিষয় করবো, তা হলো: আজ আলোচনার মাধ্যমে যে নীতিমালা দাঁড় করানো হয়েছে, সেটি চূড়ান্তকরণ এবং ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণাসহ প্রয়োজনীয় সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা।’

তিনি আরও বলেন, ‘এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের কয়েক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এর মধ্যে রয়েছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু, টাকা জমা দেওয়া, প্রবেশপত্র বিতরণ ও পরীক্ষার তারিখ নির্ধারণ ইত্যাদি।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে চাই। আগামীকালের সভায় এটাই তুলে ধরবো। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’

তিনি জানান, ‘উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। প্রস্তুতির সুবিধার্থে এইচএসসির ফল প্রকাশের পর মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনে কমপক্ষে একমাস বিরতি দেওয়া হবে। সে হিসাবে সময়ের ব্যবধান কম হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে আয়োজন করা সম্ভব না। মার্চের শেষ দিকে রমজান হওয়ার কারণে তখনও আয়োজন করা চ্যালেঞ্জিং হবে।’

ডিপ্লোমা-এমফিল ও বিসিএস পরীক্ষা বিপত্তি ঘটাবে না

এদিকে ১০ মার্চ ডিপ্লোমা-এমফিল ভর্তি পরীক্ষা ও ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। এতে এমবিবিএস পরীক্ষা আয়োজনে সমস্যা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, ‘আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। এর সঙ্গে কিছু বিষয় মিলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। তবে বিএসএমএমইউ যেসব কেন্দ্রে পরীক্ষা নেবে, সেসবের সঙ্গে এমবিবিএস পরীক্ষা কোনোভাবেই যুক্ত না। পরিদর্শক-পরীক্ষার্থীসহ কেউই এমবিবিএস পরীক্ষায় যুক্ত নন। তাঁরা যে কারণে ১০ তারিখের পরীক্ষা আগাতে বা পেছাতে পারবেন না। একই কারণে আমাদের পরীক্ষা আগানো বা পেছানোও কঠিন।’

৪৫তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা ১০ মার্চ। সেক্ষেত্রে সমস্যা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিসিএস পরীক্ষা যেসব কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেগুলোর ভেন্যু ভিন্ন। তা ছাড়া এইচএসসির ছেলে-মেয়েরা বিসিএসে বসবে না। এমবিবিএস পরীক্ষায় যুক্ত তিন পক্ষ হলো- পরীক্ষার্থী, শিক্ষক ও কেন্দ্র। এর কোনোটাই বিসিএসের পরীক্ষার সঙ্গে মিলে যাবে না, ফলে এখানে কোনো রকম বিপত্তির আশঙ্কা নেই।’

এ নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনৈক সদস্যের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা এখনো চূড়ান্ত নোটিস করেনি। তারা করলেও বিকেলে বা অন্য সময় পরীক্ষার আয়োজন করতে পারেন। ফলে কোনো সমস্যা হবে না।

রোজার আগে চাইলে ১০ মার্চ বিকল্পহীন

তিনি বলেন, ‘১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবসের আয়োজন রয়েছে। ফলে সে দিনও আয়োজন করা সম্ভব না। তবে রোজার আগে পরীক্ষা আয়োজনের লক্ষ্য থাকলে ১০ মার্চ নিয়ে ভাবতে হবে। কারণ ভর্তি পরীক্ষার মতো বিপুল কর্মকাণ্ড রমজানের শুরুতে করা চ্যালেঞ্জিং। প্রথম ২/৩ দিন প্রচণ্ড যানজট থাকে। তখন যাতায়াত কঠিন হয়। রংপুর, বরিশাল ও খুলনা থেকে ঢাকায় যেসব খাতাপত্র আসবে। এটা কিন্তু চ্যালেঞ্জিং। আমাদেরকে এই হিসাবগুলো করতে হয়।’

‘মার্চ মাসে অগত্যা সম্ভব না হলে রমজানে আয়োজন করবো কিনা, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে’, যোগ করেন তিনি।

তবে মার্চে কোনো তারিখেই যদি আয়োজন করা সম্ভব না হয়, তাহলে আমাদেরকে রমজানের ভেতরে যেতে হবে। রমজানে গেলে আগে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলো নতুন করে সামাল দেওয়ার প্রস্তুতি নিতে হবে।

তবে যেই সিদ্ধান্ত নেওয়া হোক, আগামীকালই নিতে হবে। কারণ এ ছাড়া তাদের হাতে আর তেমন সময়ও নেই। ফলে আগাকীলই একটি সময়সূচি ঘোষণা করতে হবে বলে জানান স্বাস্থ্য শিক্ষা খাত সংশ্লিষ্টরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক