২৯ জানুয়ারী, ২০২৩ ০৩:১১ পিএম

‘মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ হতে পারে, স্বাস্থ্যন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত’

‘মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ হতে পারে, স্বাস্থ্যন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত’
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ হতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর ও এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন সংক্রান্ত কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শেষে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

জানতে চাইলে বিএসএমএমইউ ভিসি বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় কাট মার্ক ৪০ থাকবে। ডেন্টালের ভর্তি পরীক্ষা এক সাথে হওয়ার কথা ছিল, এখন আলাদা হবে। পরে ভাগ করে নেওয়া হবে। আগে এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডেন্টালের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, জানতে চাইলে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, এখনও শতভাগ নিশ্চিত করা হয়নি। এমবিবিএসের পরীক্ষা ১০ তারিখ নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান সভাপতিত্বে ওই সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ জানুয়ারি রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মেডিভয়েসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে চলতি মাসের শেষ দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি মিটিং রয়েছে। জানুয়ারির শেষ নাগাদ এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার বিষয়টি জানা গেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

গত বছরের ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী ও আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৩৩ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী।

চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।

এর মধ্যে ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।

সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ছিল ১ হাজার ৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২ হাজার ৩৪৫ জন (৫৫.৪৪%)।

মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন সুমাইয়া মোসলেম মিম। ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৯২.৫। তিনি খুলনা মেডিকে কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন।

ভর্তি পরীক্ষায় শীর্ষ দ্বিতীয় মেধাবীর স্থান দখল করেন রাজশাহী কলেজের আব্দুল্লাহ। তার স্কোর ছিল ৯১.৫।

এসএএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক