২৯ জানুয়ারী, ২০২৩ ১২:৩২ পিএম

স্বাস্থ্য নগরী হয়ে উঠছে রাজশাহী: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য নগরী হয়ে উঠছে রাজশাহী: স্বাস্থ্যমন্ত্রী
আজ রোববার রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষা নগরী হিসেবে খ্যাত রাজশাহী স্বাস্থ্য নগরী হয়ে উঠছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৮ জানুয়ারি) রাত ১১ টায় মন্ত্রীর ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে উদ্বোধন হবে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সরকারি শিশু হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, মাল্টিপারপাস ভবন নির্মাণের কাজ ও রাজশাহী সিভিল সার্জন কার্যালয়।

জানা যায়, আজ রোববার রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে স্বাস্থ্যখাতে সম্পর্কিত বেশ কিছু স্থাপনাও রয়েছে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক