বিশ্ব কুষ্ঠ দিবস আজ

মেডিভয়েস রিপোর্ট: আজ বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতিবছর জানুয়ারির শেষ রোববার আন্তর্জাকিতভাবে এই দিবসটি পালন করা হয়। দিবসের এবারের প্রতিপ্রাদ্য ‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’।
কুষ্ঠ একটি জীবাণুঘটিত রোগ। সঠিক চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয়। দেশের সরকারি হাসপাতাল ও এনজিও দ্বারা পরিচালিত কুষ্ঠ ক্লিনিকে বিনামূল্যে এ রোগের চিকিৎসা প্রদান করা হয়। এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। তবে অবহেলা বা সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় এ রোগে আক্রান্তের ১০ শতাংশ প্রতিবন্ধী হয়ে পড়েন।
দেশে কুষ্ঠ রোগীদের জন্য সরকারি হাসপাতাল রয়েছে তিনটি। একটি ঢাকায়, নীলফামারীতে ও একটি সিলেটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংজ্ঞা অনুযায়ী, কোনো দেশে কুষ্ঠ রোগীর সংখ্যা প্রতি ১০ হাজারে একজনের নিচে নেমে এলে দেশটিকে 'কুষ্ঠ রোগমুক্ত' ঘোষণা করা যায়। সেই হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ 'কুষ্ঠ রোগমুক্ত' দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলেও এখনও প্রতি বছর বহু মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন।