ইউক্রেনের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪, আহত ২৪

মেডিভয়েস ডেস্ক: রুশ নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের একটি হাসপাতালে ইউক্রেনীয় বাহিনী উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এ ঘটনায় ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।
এ অভিযোগের বিষয়ে শনিবার পর্যন্ত তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ নিয়ন্ত্রিত নোভোইদার এলাকার একটি হাসপাতালে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে এই হামলা চালানো হয়েছিল। হাসপাতালে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ অভিহিত করেছে রাশিয়া।
এতে বলা হয়, ‘একটি হাসপাতালে ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকার কর্তৃক সংঘটিত একটি গুরুতর যুদ্ধাপরাধ। এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনতে হবে।’
এদিকে, শনিবার দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কনস্তানতিনিভকা শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ।
সূত্র-আল জাজিরা