২৮ জানুয়ারী, ২০২৩ ০৯:১০ পিএম

সেন্টমার্টিনে নৌবাহিনীর বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান  

সেন্টমার্টিনে নৌবাহিনীর বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান  
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পেইনে পাঁচশতাধিক মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।

আজ শনিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডারের নির্দেশে সেন্টমার্টিন দ্বীপে এ অভিযানে অংশ নেয় নৌবাহিনীর জাহাজটি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডারের নির্দেশে বানৌজা সমুদ্র জয় শনিবার সারা দিন বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে। এতে দ্বীপটির স্থায়ী জনগোষ্ঠীর পাশাপাশি ভ্রমণে যাওয়া পর্যটকদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা যায়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পেইনে পাঁচশতাধিক মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় নৌবাহিনী পাশে থাকবে এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দ্বীপবাসী আশা প্রকাশ করেন।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ‘সমুদ্র জয়’-এর প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকদের সমন্বয়ে সর্বমোট ১৫০ জন নৌসদস্য অংশ নেন। নৌসদস্যরা পর্যটকদের কাছে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় সকলের করণীয় বিষয়ে  দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে সমুদ্রে অবস্থিত হওয়ায় এ দ্বীপে স্থায়ীভাবে বসবাসরত প্রায় সাত হাজার পাঁচশ’জন নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা অপ্রতুল। এছাড়া বর্তমানে পর্যটকদের ব্যাপক আগমনের কারণে স্বাস্থ্যসেবার চাহিদা অনেক বেড়েছে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক