২৮ জানুয়ারী, ২০২৩ ০৬:৪১ পিএম
‘উপজেলায় মানসম্মত স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি ক্লিনিকগুলোতে বাড়তি ফি আদায়ের বিষয় তদারকি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মেডিভয়েস রিপোর্ট: উপজেলা পর্যায়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (২৮ জানুয়ারি) মন্ত্রীর ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি ক্লিনিকগুলোতে বাড়তি ফি আদায়ের বিষয় তদারকি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে ডিসি সম্মেলনে তিনি বলেছিলেন, ‘জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা মোটামুটি ঠিক আছে। মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে সেবা ভালো হচ্ছে। আমরা এখন উপজেলায় বেশি মনযোগ দিচ্ছি, যেন সেখানে চিকিৎসক, নার্স ও অনান্য কর্মচারীদের উপস্থিত বেশি থাকে।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন