জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

মেডিভয়েস রিপোর্ট: জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজ্ড হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের আয়োজনে র্যালি শেষে সায়েন্টিফিক সেমিনারে তারা এ কথা বলেন।
বিশেষজ্ঞরা বলেন, ‘কিশোরী ও তরুণীদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। মেয়েদের ভ্যাকসিন নিতে উদ্ধুদ্ধ করতে হবে।’
তারা বলেন, দেশের দরিদ্র নারীরা যেন সহজে ভ্যাকসিন পেতে পারেন সে বিষয়ে সরকার এবং বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সবাই একসঙ্গে কাজ করতে পারলে দেশে জরায়ুমুখের ক্যানসার নির্মূল করা সম্ভব।
এর আগে রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাবএইড স্পেশালাইজ্ড হাসপাতালের সামনের রাস্তায় অনুষ্ঠিত র্যালিতে গাইনি অ্যান্ড অবস বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক মেজর. (অব.) লায়লা আরজুমান্দ বানু, ল্যাব এইড গ্রুফের পরিচালক ডা. সুচরিতা আহমেদ এবং অধ্যাপক ডা. আফজালুন নেসা চৌধুরীর নেতৃত্বে বিপুলসংখ্যক তরুণ চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৭ জানুয়ারী, ২০২৩
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
০৬ অগাস্ট, ২০২২
-
২২ ফেব্রুয়ারী, ২০২২
-
১১ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ ফেব্রুয়ারী, ২০২২
-
০১ নভেম্বর, ২০২১
-
০৩ অক্টোবর, ২০২১