চট্টগ্রামে প্রথম বিচ্ছিন্ন হাত প্রতিস্থাপন

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে মোহাম্মদ মোকাররম হোসেন নামের এক ব্যক্তির শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া হাত পুনঃস্থাপন করা হয়েছে। শহরের এভারকেয়ার হাসপাতালে এ অপারেশন সম্পন্ন হয়।
হাসপাতালের কার্ডিওভাসকুলার এবং থোরাসিক সার্জারি বিভাগের স্পেশালিস্ট ডা. মো. সানাউল হক মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মোকাররমের বাড়ি কক্সবাজারের মহেশখালি উপজেলায়। গত ১০ জানুয়ারি রাতে ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় মোকাররমের স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত অপারেশন করি।’
তিনি আরও বলেন, ‘ওইদিন দুপুর ১ টায় হাত বিচ্ছিন্নের ঘটনা ঘটে। আর রোগীর স্বজনরা গোল্ডেন আওয়ার অর্থাৎ ৬ ঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পর রাত ১০টায় গাছের লতাপাতা দিয়ে হাত বেঁধে একটা ময়লাযুক্ত পলিথিনে করে হাসপাতালে নিয়ে আসেন। রাত ১১টা থেকে সার্জারি শুরু করি এবং সকাল ৮টায় সার্জারি শেষ হয়।’
রোগীর বর্তমান অবস্থা জানতে চাইলে ডা. সানাউল হক জানান, ‘গতকাল বৃহস্পতিবার ড্রেসিং করেছি। অনেকটা ভালোর দিকে, হাত নাড়াচাড়া করতে সক্ষম সে। রোগীর হাতের চারপাশে ১০-১৫ সেন্টিমিটার কোনো স্কিন নেই। আমরা ৭ থেকে ৮ দিন ড্রেসিং করবো।’
সার্জারির চ্যালেঞ্জসমূহ সম্পর্কে তিনি বলেন, ‘রোগীর হাত সংরক্ষণ পদ্ধতির মতো অবস্থা ছিল না। শিরা ও ধমনী ১০ সেমি ক্ষতি হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে রোগীর হিমোগ্লোবিন ৬ গ্রাম হয়ে গিয়েছেল। আমরা রোগীর বিচ্ছিন্ন হাতকে সাথে সাথে হেপারিনে দ্রবীভূত নরমাল সেলাইনে রাখার ব্যবস্থা করি। তারপর অপারেশন থিয়েটারে নিয়ে বিচ্ছিন্ন হাতের ফোগার্টি এমবোলেক্টমি করা হয়। যেহেতু ১০ সেন্টিমিটার লম্বা রক্তনালী সেগমেন্ট লস ছিল। তাই রোগীর ডান পা থেকে গ্রেট স্যাফেনাস শিরা হার্ভেস্ট করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধনের ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডা. ঋতুরাজ চক্রবর্তী। সংবাদ সম্মেলনে কার্ডিওভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. সানাউল হক সরকার, ডা. নাফীস ইমতিয়াজ আহমেদ, ডা. কাজী নাবিলা আফরিন, রোগী ও তার স্বজনরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডা. ঋতুরাজ চক্রবর্তী বলেন, দুর্ঘটনার শিকার হয়ে ৪২ বছর বয়সী মোকাররম হোসেন আমাদের হাসপাতালে ভর্তি হন। উক্ত ঘটনায় তার ডান হাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় রোগী ও তার পরিবারের সম্মতিক্রমে আমরা দ্রুত সার্জারি করে হাত পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেই। সার্জারি করে তার হাতের হাঁড়, রক্তনালী, স্নায়ু ও মাংসপেশী জোড়া লাগানো হয়।
এআইডি