বিসিপিএস ফেলোদের প্রটোকল লেখার কর্মশালা ১০-১১ ফেব্রুয়ারি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস‘র (বিসিপিএস) ফেলোদের জন্য দুই দিনের ‘প্রটোকল লেখার কর্মশালা’ আয়োজন করতে যাচ্ছে রিসার্চ অ্যান্ড ট্রেনিং মনিটরিং ডিপার্টমেন্ট (আরটিএমডি)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘কর্মশালার উদ্দেশ্য হলো ফেলোদের দ্বারা সম্ভাব্য ভবিষ্যতের তহবিল অ্যাপ্লিকেশনগুলোর জন্য গবেষণা প্রোটকলগুলো বিকাশ করা। বিষয়গুলো (বিস্তৃত ভিত্তিক হতে পারে) গবেষকরা নির্বাচন করবেন এবং কর্মশালাটি বাজেটসহ সম্পূর্ণ প্রটোকল বিকাশের চেষ্টা করবে। কর্মশালার উদ্দেশ্যগুলো অর্জনের জন্য অংশগ্রহণকারীদের হোম ওয়ার্ক করতে হবে, অর্থায়নের জন্য একটি প্রটোকল জমা দিতে অনুপ্রাণিত হতে হবে এবং অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করার জন্য কর্মশালার সময়ের বাইরে কাজ করতে সক্ষম হবেন (যদি প্রয়োজন হয়)।
এতে আরও বলা হয়েছে, ১ম কর্মশালাটি আগামী ১০-১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওয়ার্কশপের ফি হবে ৫ হাজার টাকা। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নির্বাচন করা হবে। আগ্রহী ফেলোদের আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আরটিএমডি, বিসিপিএস-এ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রথমে প্রত্যেক ফেলোকে বিসিপিএসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের হিসাব নম্বর ০৭৮১৩০১০০০০০০২৫৬ বা ঢাকা ব্যাংকের হিসাব নম্বরে ০২০৭১৫০০০০০০০৮৮৭ তে টাকা জমা দিতে হবে।
‘নিবন্ধন ফি জমা দেওয়ার পরে অব্শ্যই অংশগ্রহণকারীকে অনলাইন নিবন্ধনের সময় নিম্নলিখিত নথিগুলি স্ক্যান এবং আপলোড করতে হবে,’ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।'
এআইডি