২৬ জানুয়ারী, ২০২৩ ০৪:৪৮ পিএম

চট্টগ্রাম মেডিকেলের সাংস্কৃতিক সপ্তাহ সমাপ্ত

চট্টগ্রাম মেডিকেলের সাংস্কৃতিক সপ্তাহ সমাপ্ত
অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা আবৃতি, দেয়াল পত্রিকাসহ ১০টি ক্যাটাগরিতে সেরা তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২‘। বুধবার (২৫ জানুয়ারি) শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ সপ্তাহের সমাপ্ত ঘোষণা করা হয়।

চমেকের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাফিজুল ইসলাম,  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনোয়ার উল হক, রেডিওলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুভাষ মজুমদার, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. রবিউল করিম, ডার্মাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজীব বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসাবিদ্যার পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য খ্যাত এই মেডিকেল কলেজের ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের সাহিত্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং চর্চা করতে হবে। পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান বক্তারা।

উল্লেখ্য, অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা আবৃতি, দেয়াল পত্রিকাসহ ১০টি ক্যাটাগরিতে সেরা তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। শতাধিক শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক