২৬ জানুয়ারী, ২০২৩ ০৩:০৪ পিএম

চীনে করোনায় মৃত্যু কমেছে ৭৯ শতাংশ

চীনে করোনায় মৃত্যু কমেছে ৭৯ শতাংশ
সিডিসি জানিয়েছে, গত ৪ জানুয়ারি চীনে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজারে পৌঁছেছিল। ২৩ জানুয়ারি তা কমে ৩৬ হাজারে নেমে এসেছে।

মেডিভয়েস ডেস্ক: চীনে করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা চলতি মাসের প্রথমদিকের সর্বোচ্চ পর্যায় থেকে ৭২ শতাংশ এবং হাসপাতালে কোভিড-১৯ রোগীদের মধ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৭৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (২৫ জানুয়ারি) চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) তাদের ওয়েবসাইটে এসব পরিসংখ্যান প্রকাশ করেছে।

দেশটির ১৪০ কোটি জনসংখ্যার ৮০ শতাংশ করোনায়সংক্রমিত হয়েছে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নেতৃস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিউ এমনটি জানানোর পর কর্তৃপক্ষ এসব এ তথ্য প্রকাশ করেছে।

তিন বছর পর ডিসেম্বরের শুরুতে চীন হঠাৎ করে তাদের কঠোর জিরো-কোভিড নীতি থেকে সরে আসে। এরপরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ জুড়ে সংক্রমণ বেড়ে যায়।

যদিও কর্মকর্তারা বলছেন, সংক্রমণ শীর্ষে পৌঁছেছে ,কিন্তু কিছু বিশেষজ্ঞ বলছেন চলমান চন্দ্র নববর্ষের ছুটিতে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার পর গ্রামাঞ্চলে সংক্রমণ বাড়তে পারে।

সিডিসি জানিয়েছে, গত ৪ জানুয়ারি চীনে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজারে পৌঁছেছিল। ২৩ জানুয়ারি তা কমে ৩৬ হাজারে নেমে এসেছে।

এদিকে, হাসপাতালগুলিতে মৃত্যুর সংখ্যা ৪ জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ৪ হাজার ২৭৩ জনে পৌঁছেছিল। ২৩ জানুয়ারি মৃতের সংখ্যা ৮৯৬জনে নেমেছে। জ্বর নিয়ে ক্লিনিকগুলিতে আসা রোগীর সংখ্যা ২২ ডিসেম্বর সর্বোচ্চ ২৮ লাখ ৬৭ হাজার ছিল। ২৩ জানুয়ারিতে তা কমে ১ লাখ ১০ হাজারে নেমেছে। তখন নতুন সংক্রমণের সংখ্যা ‘দৈনিক ৭০ লাখেরও বেশি ছিল’ এবং‘জ্বর নিয়ে বর্হিবিভাগে আসা রোগীর সংখ্যা শীর্ষে পৌঁছে ২৮ লাখ ৬৭ হাজার হয়েছিল।

সূত্র- রয়টার্স

টিআই
 

বিএসএমএমইউ ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা

গ্রামে স্বাস্থ্যসেবা গিতে গিয়ে ১৮ সমস্যার মুখোমুখি চিকিৎসকরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও