ধারাবাহিক সাফল্যে দেশসেরা ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ হাসপাতালে প্রতিদিন সেবা নেন প্রায় ৬০০ রোগী। নিয়মিত স্বাভাবিক ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অপারেশনের পাশাপাশি হার্নিয়া অপারেশনের মত জটিল মেজর সার্জিক্যাল অপারেশন করছেন হাসপাতালের চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়।
তিনি বলেন, ‘২০২২ সালের আগস্ট ও সেপ্টেম্বর টানা ২ মাসের পর গত নভেম্বর মাসেও সারাদেশে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেবাদান সূচকে স্বাস্থ্য অধিদপ্তরের করা এইচএসএস র্যাংকিং এ ১ম স্থান অর্জন করেছে আমাদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা. সাখাওয়াত উল্লাহ মহোদয়ের নির্দেশক্রমে সিভিল সার্জন মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শমূলক দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।’
৫০ শয্যার হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকছেন জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতালে বহির্বিভাগে প্রায় প্রতিদিনই ৬০০ এর কাছাকাছি রোগী সেবা নিচ্ছেন এবং অন্তঃবিভাগে ধারণ ক্ষমতার চেয়ে দেড় থেকে দুই গুণ রোগী ভর্তি থাকছেন। প্রতি মাসে প্রায় শতাধিক নরমাল ডেলিভারি সফল ভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পন্ন হচ্ছে।’
হাসপাতালে সঙ্কটাপন্ন রোগীদের জন্য একটি এইচডিইউ ইউনিট রয়েছে জানিয়ে ডা. শোয়েব ইমতিয়াজ বলেন, বিশেষ সঙ্কটাপন্ন রোগীদের জন্য এইচডিইউ ইউনিট খোলা হয়েছে যেখানে কনসালটেন্টবৃন্দের নেতৃত্বে মেডিকেল টিম রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন। হাসপাতালে নিয়মিত সিজারিয়ান অপারেশন এর পাশাপাশি হার্নিয়া অপারেশন এর মত জটিল মেজর সার্জিক্যাল অপারেশন ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে। যা ছাগলনাইয়াবাসীর মনে হাসপাতালের সেবার মানের উপর গভীর আস্থা ও আত্মবিশ্বাস এনেছে।
এছাড়াও হাসপাতালে কোভিড এবং ইপিআই এর টিকা প্রদান কার্যক্রম, বিশেষ বুস্টার ডোজ ক্যাম্প, ভায়া ক্যাম্পসহ মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এবং স্বাস্থ্য কর্মীদের প্রচেষ্টার ফলে অন্যান্য কার্যক্রম যথানিয়মে সফলতার সাথে চলছে বলে জানান এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রথম অর্জন করার কৃতিত্ব হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টার সমন্বিত ফলাফল বলে মন্তব্য করেন ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়।
এসএস/এসএএইচ