বিসিপিএসে ফেলোর উপর হ্যান্ডস-অন ট্রেনিং কোর্সের বিজ্ঞপ্তি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) দক্ষতা উন্নয়ন বিভাগ দ্বারা সংগঠিত ফেলোর উপর একটি হ্যান্ডস-অন ট্রেনিং কোর্সের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার (২৫ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম ও দক্ষতা উন্নয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ফাতেমা আশরাফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) একটি স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র এই কোর্সটি আয়োজন করেন। এই সার্টিফিকেট কোর্সটি সারা বিশ্বে দুই বছরের মেয়াদসহ স্বীকৃত। আগ্রহী ফেলোদের বিসিপিএসে তাদের নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, ‘কোর্স ফি তিন হাজার টাকা পে-অর্ডার/ডিডিতে অনারারি সেক্রেটারি, বিসিপিএসের অনুকূলে বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নম্বর ০৭৮১৩০১০০০০০০২৫৬ বা ঢাকা ব্যাংকে এসটিডি অ্যাকাউন্ট নম্বরে ০২০০৭১০৮৫৬ নগদ জমার মাধ্যমে প্রেরণ করতে হবে। মূল ব্যাংকের অর্থের রসিদটি বিসিপিএসের নগদ বিভাগে জমা দিতে হবে এবং কোর্সের জন্য একটি যথাযথভাবে পূরণ করা ফর্ম এবং বিসিপিএস থেকে একটি টাকার রশিদ দক্ষতা উন্নয়ন বিভাগে জমা দিতে হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে।
কোর্সটি প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
ফেলোদের যা লাগবে
১. এফসিপিএস পাস করার প্রশংসাপত্রের একটি অনুলিপি লাগবে।
২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে।
এআইডি
-
২২ সেপ্টেম্বর, ২০২২
-
১৭ এপ্রিল, ২০২২