২৫ জানুয়ারী, ২০২৩ ০৩:৫০ পিএম

বিসিপিএসে বেসিক লাইফ সাপোর্টের উপরে হ্যান্ডস-অন ট্রেনিং কোর্সের আয়োজন 

বিসিপিএসে বেসিক লাইফ সাপোর্টের উপরে হ্যান্ডস-অন ট্রেনিং কোর্সের আয়োজন 
কোর্সটি প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ এ যোগ্য প্রশিক্ষণার্থীদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (BLS) এর উপর একটি হ্যান্ডস-অন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে। 

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AFIA)এর একটি স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র এই কোর্সটি আয়োজন করেন। 

আজ বুধবার (২৫ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস নোটিসে এ তথ্য জনানো হয়েছে। দুই বছর মেয়াদি এই সার্টিফিকেট কোর্সটি সারা বিশ্বে স্বীকৃত। 

এতে বলা হয়েছে, আগ্রহী এফসিপিএস পার্ট-১ এ যোগ্য প্রশিক্ষণার্থীদের বিসিপিএস-এ কোর্সের জন্য নিবন্ধন করার অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, কোর্স ফি ১ হাজার ৫০০ টাকা বিসিপিসের অনারারি সেক্রেটারির অনুকূলে পে-অর্ডার/ডিডিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নং: 0781301000000256 বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট নম্বর: 2071500000887-এ নগদ জমার মাধ্যমে টাকা প্রদান করা যাবে। টাকা জমা দেওয়ার ব্যাংক রশিদ বিসিপিএস এর নগদ বিভাগে জমা দিতে হবে এবং বিসিপিএস এর অর্থের রসিদ সহ কোর্সের জন্য একটি যথাযথভাবে পূরণ করা ফরম দক্ষতা উন্নয়ন বিভাগে জমা দিতে হবে।

কোর্সটি প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

নিবন্ধনের জন্য যা প্রয়োজন

১. এফসিপিএস পার্ট-১ পাস করার শংসাপত্রের একটি অনুলিপি।
২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত