বিসিপিএসে ২ দিনব্যাপী অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্টের প্রশিক্ষক কোর্সের আয়োজন

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্টের (ATLS) উপর দুইদিন ব্যাপী একটি প্রশিক্ষক কোর্সের আয়োজন করা হয়েছে।
আমেরিকান কলেজ অব সার্জন্স (ACS),বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এবং সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশের (SOSB)যৌথ আয়োজনে আগামী ১৯-২০ মার্চ এই কোর্সটি অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২৫ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস নোটিসে এ তথ্য জনানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রশিক্ষনার্থী প্রার্থীদের কাছ থেকে কোর্সের জন্য নিবন্ধন করার অনুরোধ করা হচ্ছে। এই কোর্সের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। রেজিস্ট্রেশন হবে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’।
নিবন্ধনের জন্য যা প্রয়োজন
১. স্নাতক ডিগ্রি পাসের প্রশংসা পত্রের ফটোকপি।
২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. বিসিপিএস থেকে কোর্স ফি’র টাকা জমাদানের রসিদের অনুলিপি।
টিআই