২৪ জানুয়ারী, ২০২৩ ১১:২০ এএম

আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্য ডিজি

আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্য ডিজি
ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

মেডিভয়েস রিপোর্ট: নির্ধারিত সময়ে দেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করায় হাইকোর্টের তলবের জবাবে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে ক্ষমা চান তিনি।

এর আগে ১৭ জানুয়ারি সারাদেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করে হাইকোর্ট। ২৪ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর কারাগারে চিকিৎসক নিয়োগের বিষয়ে কারা মহাপরিদর্শকের পক্ষ থেকে একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৮টি কারাগার ও একটি ২০০ শয্যার কারা হাসপাতালে মোট ১৪১ সংখ্যক চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে। এসব পদের বিপরীতে প্রেষণে ও সংযুক্ত মিলিয়ে মোট ৯৩ জন চিকিৎসক রয়েছেন।

পরে আদালত বাকি ৩৮টি শূন্য পদে চিকিৎসক নিয়োগের আদেশ ৭ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যের ডিজিকে আদেশ দেন। সেই আদেশ বাস্তবায়ন না করায় ডিজিকে তলব করা হয়।

এসএস/এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত