২৩ জানুয়ারী, ২০২৩ ০৬:০১ পিএম

এমডি-এমএস ও নন-রেসিডেন্সি কোর্সের ওরাল, প্র্যাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ

এমডি-এমএস ও নন-রেসিডেন্সি কোর্সের ওরাল, প্র্যাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ
এমডি-এমএস ও এমফিলের বিভিন্ন বিষয়ের ওরাল, প্রাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষাগুলো নিজ নিজ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজের এমডি-এমএস ও এমফিল পোস্ট-গ্রাজুয়েট (নন-রেসিডেন্সি) কোর্সের ওরাল, প্রাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

আজ সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত সূচিতে বলা হয়েছে, জানুয়ারি-২০২৩ শিক্ষাবর্ষের এমডি-এমএস ও এমফিল পোস্ট গ্রাজুয়েশন (নন-রেসিডেন্সি) কোর্সের বিভিন্ন বিষয়ের ওরাল, প্রাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষাগুলো নিজ নিজ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন, কোর্স ডিরেক্টার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►রুটিনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত