২ দিন ধরে বন্ধ চমেকের ডায়ালাইসিস সেবা

মেডিভয়েস রিপোর্ট: কাঁচামাল স্বল্পতার কারণ দেখিয়ে দুদিন ধরে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে আজকে (শুক্রবার) পর্যন্ত এ সেবা বন্ধ রাখা হয়েছে।
এসব বিষয় নিয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ডা. শামীম আহসানের ব্যক্তিগত সহকারী শাহ নেওয়াজ আজ শুক্রবার (২০ জানুয়ারি) মেডিভয়েসকে জানিয়েছেন, ‘গত দুই দিন ধরে ডায়ালাইসিস সেবা বন্ধ রয়েছে। কখন এ সেবা চালু হবে সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না।’
ডায়ালাইসিস সেবা বন্ধের কারণ জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চমেক। এতে বলা হয়েছে, ‘বিগত বছরগুলোতে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের সেবার বিপরীতে ৩১ কোটি টাকা বকেয়া রয়েছে। কয়েকমাস ধরে অনেক প্রতিষ্ঠান কাঁচামাল সরবরাহ বন্ধ রেখেছে। এ অবস্থায়ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে নগদ টাকায় মালামাল ক্রয় করে সেবা চালু রাখা হয়। তবে বর্তমানে যথেষ্ট পরিমাণ নগদ অর্থ না থাকার কারণে মালামাল ক্রয় কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই ডায়ালাইসিস সেবা আগামী দুই এক দিন বিঘ্নিত হতে পারে। এ সময় রোগীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।’
স্যান্ডরের সিনিয়র এক্সিকিউটিভ খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আমরা সাধারণ ভেন্ডর নামে একটি প্রতিষ্ঠান থেকে ডায়ালাইসিসের কাঁচামাল কিনি। সেখানে অনেক টাকা বকেয়া থাকায় তারা ওষুধ দিচ্ছে না। তাই সেবা দিতে আমাদের সমস্যা হচ্ছে।’
এসএএইচ
-
০৩ জুন, ২০২৩
-
০২ জুন, ২০২৩
-
০২ জুন, ২০২৩
-
৩০ মে, ২০২৩