করোনায় ১৩ লাখ মানুষকে চোখের চিকিৎসা প্রদান: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাসের সময় দেশের ১৩ লাখ মানুষকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় তৃতীয় পর্যায়ে ৪ বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সব মিলিয়ে ৭ বিভাগের ৩৯ জেলার ১৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভিশন সেন্টার উদ্বোধনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষকে উন্নত চক্ষু সেবার আওতায় আসা সম্ভব।
চক্ষু সেবার মান উন্নয়নে কাজ চলমান আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, প্রতি বছর সরকারিভাবে আড়াই লাখ মানুষের ছানি অপারেশনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময় ১৩ লাখ মানুষকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। অসংক্রামক রোগ প্রতিরোধে কাজ চলমান আছে।
চিকিৎসা সেবার অগ্রগতির ফলে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, নাগরিকদের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ বছর।
গণভবন থেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. তোফাজ্জল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
এআইডি