ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১০

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন চারজন এবং ঢাকার বাইরে ছয়জন।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৭২ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৭০ জন। এর মধ্যে ঢাকায় ১৭৭ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ১৯৩ জন।
একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪১ জন। তাদের মধ্যে ঢাকার ১২২ জন আর ঢাকার বাইরে ১১৯ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। এদিকে ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। আর ২০২২ সালে ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন এবং আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন।
-
০৬ জুন, ২০২৩
-
০৪ জুন, ২০২৩
-
০৩ জুন, ২০২৩
-
০১ জুন, ২০২৩
-
৩১ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩