১৩ জানুয়ারী, ২০২৩ ১০:২২ এএম

সোহরাওয়ার্দীতে দেশের প্রথম দাগবিহীন থাইরয়েড সার্জারি

সোহরাওয়ার্দীতে দেশের প্রথম দাগবিহীন থাইরয়েড সার্জারি
দাগবিহীন এ সার্জারির নবযাত্রার নেতৃত্বে ছিলেন হাসপাতালটির নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. মাহবুব আলম ও অধ্যাপক ডা. এম এ মতিন। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে দাগবিহীন এন্ডোসকপি থাইরয়েড সার্জারি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ সার্জারি সম্পন্ন হয়।

দাগবিহীন এ সার্জারির নবযাত্রার নেতৃত্বে ছিলেন হাসপাতালটির নাক কান গলা বিভাগের আবাসিক সার্জন ডা. মাহবুব আলম ও অধ্যাপক ডা. এম এ মতিন।

জানা গেছে, সাধারণ থাইরয়েড অস্ত্রোপচারে ঘাড়ের সামনের দিকে ৪-৬ সেন্টিমিটার দাগ থাকে। তবে এই পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচারে কোনো দাগ থাকবে না। ভেস্টিবুলার (ঠোঁটের নিচের অংশ) কেটে এ অস্ত্রোপচার করা হয়। এ পদ্ধতির মাধ্যমে ৮ সেন্টিমিটার পর্যন্ত সাইজের থাইরয়েড টিউমার অপসারণ করা যায়। অপারেশন-পরবর্তী জটিলতা ও ঝুঁকি কম এবং কণ্ঠস্বরও ভালো থাকে।

জানতে চাইলে অধ্যাপক ডা. মাহবুব আলম বলেন, এই দাগহীন অস্ত্রোপচারের কৌশল বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অস্ত্রোপচার হলে তিন মাসের মধ্যে দাগ সম্পূর্ণভাবে মিলিয়ে যায়।

তিনি বলেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কোরিয়া, চীনসহ উন্নত অন্যান্য রাষ্ট্রে এ অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে এবারই প্রথম করা হলো। এ পদ্ধতিতে এরই মধ্যে ৬ জনের অস্ত্রোপচার করা হয়েছে। তাদের সবাই সুস্থ রয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক