১২ জানুয়ারী, ২০২৩ ১০:৩৩ এএম
বিসিপিএসের দুই ব্যাচের গবেষণা পদ্ধতির কর্মশালা শুরু ২৩ ও ৩০ জানুয়ারি

দুই ব্যাচে অংশ নেবেন ৮০ জন চিকিৎসক।
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) ১৯৮ ও ১৯৯তম ব্যাচের গবেষণা পদ্ধতির উপর কর্মশালার তারিখ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি বিসিপিএস-এর ১৯৮তম ব্যাচের গবেষণা পদ্ধতির উপর কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এতে ৪০ জন চিকিৎসক অংশগ্রহণ করবে।
এতে বলা হয়েছে, ‘আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিসিপিএস-এর ১৯৯তম ব্যাচের গবেষণা পদ্ধতির উপর কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এতেও ৪০ জন চিকিৎসক অংশগ্রহণ করবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত