১১ জানুয়ারী, ২০২৩ ০৪:০৩ পিএম

ডেন্টাল ইউনিটগুলোতে রাজস্বখাতে ৯৩৬ পদসৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

ডেন্টাল ইউনিটগুলোতে রাজস্বখাতে ৯৩৬ পদসৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
নিয়ম অনুযায়ী, এ প্রস্তাবনা এখন অর্থ মন্ত্রণালয়ে যাবে। পরে তাদের সম্মতির ভিত্তিতে পদ সৃজন হবে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের জন্য রাজস্বখাতে ৯৩৬ পদসৃজনের প্রস্তাব পর্যালোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রস্তাব করা হয়।

নিয়ম অনুযায়ী, এ প্রস্তাবনা এখন অর্থ মন্ত্রণালয়ে যাবে। পরে তাদের সম্মতির ভিত্তিতে পদ সৃজন হবে।

এর আগে গত বছরের ২৩ ফেব্রুয়ারি দেশের আটটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের পদ সৃজনের প্রাথমিক অনুমোদন দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

পরে প্রস্তাবনাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই বছরের ৩ জুলাই নতুন পদ তৈরির এ প্রস্তাব অনুমোদন করে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন ০৮টি সরকারি মেডিকেল কলেজের জন্য (রাজশাহী, চট্টগ্রাম, শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ,সিলেট এম এ জি ওসমানী, ময়মনসিংহ, রংপুর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল) ডেন্টাল ইউনিটের রাজস্বখাতে ৯৩৬টি নতুন পদ সৃজনের প্রস্তাব নির্দিষ্ট ছক' পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ এতদ্সংগে প্রেরণ করা হলো। প্রস্তাবটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সম্মতি রয়েছে (কপি সংযুক্ত)।’

এতে আরও বলা হয়েছে, বর্ণিতাবস্থায় ০৮টি সরকারি মেডিকেল কলেজের জন্য ডেটাল ইউনিটের রাজস্বখাতে ১৩৬টি নতুন পদ সৃজনের সম্মতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক