ক্যারিঅন পুনর্বহালের দাবিতে শেহামেক শিক্ষার্থীদের বিক্ষোভ

মেডিভয়েস রিপোর্ট: ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের (শেহামেক) শিক্ষার্থীরা।
আজ রোববার (৮ জানুয়ারি) দুপুরে শেহামেক’র অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা ব্যানার সহ অস্থায়ী ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় শিক্ষার্থীরা 'ক্যারি অন বহাল চাই, সিজিপিএ বাতিল চাই' সহ নিজেদের দাবির পক্ষে নানান ম্লোগান দিতে থাকে।
প্রথম বর্ষের শিক্ষার্থী মুসা ইব্রাহীম সাবিত বলেন, ‘নতুন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীর জন্য সুবিধার চেয়ে অসুবিধার দিকই বেশি। থার্ড ইয়ারে সাবজেক্ট পরিবর্তন, এটা নিসঃন্দেহে ভাল দিক। কিন্তু ক্যারিঅন বাতিল আর সিজিপিএ চালু করা একটা ভয়ানক সিদ্ধান্ত। দেশের সবচেয়ে বেশী সুইসাইডাল রেট মেডিকেলে। এখন যদি আরো নতুন সংস্করণের নামে এমন আত্মঘাতী সিদ্ধান্ত বহাল থাকে তবে মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা কেমন হবে তা বলার আর অপেক্ষা রাখে না। আমরা চাই শুধু সাবজেক্ট পরিবর্তন। সিজিপিএ বাতিল করে, ক্যারিঅন চালু করা।’
পঞ্চম বর্ষের শিক্ষার্থী জাকারিয়া জাকি জানান, ‘আমরা এমন সিদ্ধান্ত থেকে বেঁচে গেছি কিন্তু জুনিয়রদের জন্য খারাপ লাগছে। ক্যারিঅন বাতিলের সিদ্ধান্ত মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থের ওপর প্রভাব ফেলবে। এর ফলে হয়তো সুইসাইডাল রেইটও বেড়ে যাবে।’
এসএস
