মিডওয়াইফারির ২৭ নার্সকে বদলি ও পদায়ন

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৭ জন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে বদলি ও পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
আজ রোববার (৮ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা-১ শাখার ২৬.১২.২০২২ খ্রি: তারিখের ৪৫.০০.০০০০.১৭২.১১.০০৮.২২-৪১০ ও ৪০৬ নং স্মারক পত্রের আলোকে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্স/ স্টাফ নার্সগণকে ৪র্থ কলামে উল্লেখিত হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নির্দেশক্রমে বদলি/পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে,‘যে সকল সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স/সহকারী নার্সগণ অর্জিত ছুটি (সকল প্রকার)/মাতৃত্বকালীন ছুটি/ প্রশিক্ষণে রয়েছেন তারা ছুটি ভোগ/প্রশিক্ষণ শেষে ছাড়পত্র গ্রহণপূর্বক বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।’
টিআই