০৭ জানুয়ারী, ২০২৩ ০৫:১৮ পিএম

করোনার নতুন উপধরন নিয়ে সতর্ক বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী 

করোনার নতুন উপধরন নিয়ে সতর্ক বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী 
বাংলাদেশে করোনার নতুন ভেরিয়েন্টের কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি।

মেডিভয়েস রিপোার্ট: করোনার নতুন উপধরন বিএফ.৭ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনে করোনার নতুন উপধরন বিএফ.৭ দেখা দিলেও এ নিয়ে বাংলাদেশে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশে নতুন এই উপধরনের কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে আমরা সতর্ক আছি।

বিএফ.৭ মোকাবিলায় সরকারের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে করোনা খুব ভালো নিয়ন্ত্রণে রয়েছে। করোনা বৃদ্ধি পায়নি। কিন্তু আশপাশের দেশে, বিশেষ করে চীনে নতুন উপধরন (বিএফ.৭) দেখা দিয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে। আমরা বিষয়টি নজরে এনে ব্যবস্থা নিয়েছি। হাসপাতাল তৈরি রাখা হয়েছে। বিমান, স্থল ও জলবন্দরগুলোতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক ও নার্সরা রয়েছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি এয়ারপোর্ট এবং বন্দরে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা হচ্ছে। তাদের শরীরে করোনা শনাক্ত হলে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, দেশের জন্য কাজ করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। লেখাপড়া করতে হবে। একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি শিফাত কুরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক