শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ চিকিৎসকের পরীক্ষা বাতিল করেছে বিসিপিএস

মেডিভয়েস রিপোর্ট: পরীক্ষার হলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ জন চিকিৎসকের এফসিপিএস প্রথম পর্বের দ্বিতীয় পত্রের পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশয়ান্স (বিসিপিএস)।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিসিপিএসের অনারারি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. টিটো মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।
এতে বলা হয়,‘বুধবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ কলেজ অব ফিজিশয়ান্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্বের ২য় পত্র পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে প্রবেশ পত্রে নির্দেশিত নির্দেশনা ভঙ্গ করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন ১১ জন চিকিৎসক। এ কারণে তাদের জানুয়ারি-২০২৩ সেশনের এফসিপিএস প্রথম পর্বের ২য় পত্রের পরীক্ষা বাতিল করা হলো।’
যেসব পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হলো:
ডা. নাবিল বিন আলম (অর্থোপেডিক সার্জারি), ডা. ফাহমিদা নওশীন শান্তনা (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি), ডা. মৌমিতা ইসলাম (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি), ডা. আহমেদ হোসেন (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি), ডা. সুমনা আফরোজ (ডার্মাটোলজি এন্ড ভেনেরিওলজি), ডা. ফাতিমা তুজ জোহরা (ডার্মাটোলজি এন্ড ভেনেরিওলজি), ডা. ফাহমিদা ফাইজা (ডার্মাটোলজি এন্ড ভেনেরিওলজি), ডা. মরিয়ম বিনতে হাসান (পেডিয়াট্রিক্স), ডা. খন্দকার কামরুজ্জামান (গ্যাস্ট্রোএন্টেরোলজি), ডা. মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া (মেডিসিন) ও ডা. উসামা জেবিয়ান (মেডিসিন)।
এএইচ
-
১৯ সেপ্টেম্বর, ২০২৩
-
১৯ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২১ অগাস্ট, ২০২৩
-
১০ অগাস্ট, ২০২৩
-
০৭ জুলাই, ২০২৩