৩০ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৭ পিএম

চীনে বেড়েছে করোনার প্রকোপ, ডব্লিউএইচও’র উদ্বেগ

চীনে বেড়েছে করোনার প্রকোপ, ডব্লিউএইচও’র উদ্বেগ
চীনা নাগরিক ইয়াং বলেন, ‘এ মাসে চীনে জিরো কোভিড-নীতি শিথিল করায় দেশটির লাখ লাখ নাগরিকের মধ্যে করোনার নতুন ঢেউ দেখা দিয়েছে।’

মেডিভয়েস ডেস্ক: চীনে আবারও বেড়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনজুড়ে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বয়স্ক নাগরিকরা। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বয়স্কদের অধিকাংশই আগে থেকে নানা রোগে ভুগছেন, এ কারণে উদ্বেগ বেড়ে গেছে।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

চীনা নাগরিক ইয়াং বলেন, ‘এ মাসে চীনে জিরো কোভিড-নীতি শিথিল করায় দেশটির লাখ লাখ নাগরিকের মধ্যে করোনার নতুন ঢেউ দেখা দিয়েছে।’

বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ায় পিছিয়ে থাকায় ও চিকিৎসা উপকরণ কম থাকায় গ্রামীণ বয়জ্যেষ্ঠরা বেশি উদ্বেগের মধ্যে রয়েছেন। আগামী মাসে নতুন চন্দ্রবর্ষে লাখ লাখ মানুষ তাদের নিজ শহরে যাবে, এটা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

চীনের করোনা নিয়ে ডব্লিউএইচও’র উদ্বেগ

চীনজুড়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম ঘেঁব্রিয়াসুস বলেন, আমরা চীনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। করোনা পরীক্ষা এবং সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টিকা দেয়ার জন্য চীনকে উত্সাহিত করে যাচ্ছি। তবে চিন্তার বিষয় হলো, চীনে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, চীনের করোনা নিয়ে সৃষ্ট ব্যাপক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মূল্যায়নের জন্য আমাদের আরও বিস্তারিত তথ্য প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে এটাই স্বাভাবিক। কারণ, চীন থেকে করোনা সম্পর্কিত তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চীন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও