৩০ ডিসেম্বর, ২০২২ ০২:৫৯ পিএম

সুস্থ হয়ে দেশে ফিরেছেন ডা. সেব্রিনা ফ্লোরা 

সুস্থ হয়ে দেশে ফিরেছেন ডা. সেব্রিনা ফ্লোরা 
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মেডিভয়েস রিপোর্ট: সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মীরজাদী সেব্রিনা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষের দিকে কক্সবাজারে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট সিঙ্গাপুরে নেওয়া হয় তাঁকে। সিঙ্গাপুরে একটি হাসপাতালে তাঁর অগ্নাশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল। ওই হাসপাতালে তার পাঁচবার নেক্রোসেক্টোমি করা হয়েছিল। পরে অবস্থার পরিবর্তন না হওয়ায় দীর্ঘদিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত